রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ২দিনব্যাপি ২১শের বই মেলার উদ্বোধন আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই —–দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, তরুণ প্রজন্মকে যত বেশি সাহিত্যের দিকে নিয়ে আসা যাবে, খেলাধুলা ও সংস্কৃতির দিকে আনা যাবে, তারা ততোটা সৃজনশীল হবে। মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে।
মহান ২১ফেব্রুয়ারী উপলক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে দুইদিন ব্যাপী ২১শের বই মেলার উদ্বোধন করতে গিয়ে রাঙ্গামাটি সংসদ সদস্য ও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন লেখকের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
২দিন ব্যাপী ২১শের বই মেলায় জেলার প্রায় ৩০টি স্টল অংশ নিয়েছে। উদ্বোধনের পর বই মেলাতে অংশ নেওয়া ৩০টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই। এসময় বই কিনতে ইচ্ছুক বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও মেলায় ভিড় করেন।
এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930