ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়,তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের করনীয় —–দীপংকর তালুকদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়, তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে আমাদের করনীয়। তাদের পাশে থেকে তাদের কষ্ট টুকু ভাগাভাগি করে নিতে আমরা সব সবয় চেষ্টা চালায়। তিনি ক্ষতিগ্রস্থদের সাহস না হারিয়ে নিজেদের অপুরনীয় ক্ষতিকে সাহসের সাথে মোকাবেলা করার আহবান জানান।
গতকাল ১৮ এপ্রিল মঙ্গলবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজারের কেপিএম টিলায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩৪ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার একথা বলেন।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল আলম, সাবেক চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কাপ্তাই উপজেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণের আগে দীপংকর তালুকদার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং তাদের সাথে কথা বলেন।
পরে তিনি আওয়ামীলীগের পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, হাড়ি পাতিল, চাল, ডাল, লবন সহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্থদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, কাপ্তাই নতুন বাজারের কেপিএম টিলায় গত ১৭ এপ্রিল সোমবার ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তে পুড়ে ছাই করে দেয় ৩৬ পরিবারের লালিত স্বপ্ন। তিল তিল করে গেড় তোলা যাবতীয় সম্পদ চোখের সামনে পুড়ে যেতে দেখলেও কারো কিছু করার ছিলনা।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031