রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক —-মোহাম্মদ মোশারফ হোসেন খান

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। তাই গাছের প্রতি ভালবাসা ছড়িয়ে দিতে হবে, মমত্ববোধ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিন বলেন, আগামীর প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে সবুজ বনায়নের কোন বিকল্প নেই। গাছের অপরিমিত ব্যবহারের ফলে প্রকৃতি ও পরিবেশ আজ অনেকটাই বিপর্যস্ত আর এতে হ্রাস পাচ্ছে জীববৈচিত্র, বিঘিœত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এই জন্য আমাদের বেশি বেশি করে গাছের চারা রোপন করতে হবে।
বুধবার (৫ জুন) সকাল ১০টায় ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটিতে র‌্যালী, বৃক্ষ রোপণ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সুনীল কান্তি দে, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।
সভার শুরুতে পরিবেশ নিয়ে জনসচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম মান্না।
সভায় বক্তারা বলেন, পরিবেশকে দূষণ মুক্ত রাখতে এর প্রতি আমাদের সবাইকে সহানুভূতিশীল হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ুর বিরূপ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যার বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। বিশেষ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে হবে আমাদের। এছাড়া যারা পরিবেশ দূষণ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আলোচনা সভার আগে শহরের হ্যাপিড় মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930