॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫জুন) সকালে ”করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের সহনশীলতা” প্রতিপাদ্যে একটি বণার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে ভাঙ্গা ব্রীজ পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ শহীদুল ইসলাম হাওলাদার। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), ভারত প্রত্যাগত শরনার্থী টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলার ইউএনও নাঈমা ইসলাম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন, তৃনমূল উন্নয়ন সংস্থার প্রতিনিধি মিনুচিং মারমা, জাবারাং প্রতিনিধি দোলন দাশ, আনন্দ প্রতিনিধিসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, সরকার পরিবেশ সুরক্ষার জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তাই সরকার বনায়ন ও বন সংরক্ষণ, অবক্ষয়িত বন পুনরুদ্ধার এবং টেকসই বন ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রেখেছে। আমাদের আরো বেশী সচেতন হতে হবে এবং পরিবেশ সুরক্ষায় আমাদের বেশী বেশী গাছ লাগাতে হবে।
সভা শেষে বিভিন্ন এনজিও সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে বৃক্ষ চারা বিতরণ করা হয়।