বান্দরবানে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝেক্ষতিপূরণের এল এ চেক বিতরণ

॥ বান্দরবান॥ বান্দরবানে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুলাই) দুপুরে বান্দরবান সার্কিট হাউজের সভাকক্ষে এই এল এ চেক বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক চাই থোয়াইহ্লা চৌধুরী, সহকারি পুলিশ সুপার মো. ছালাহ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী, সহকারী কশিনার মিজানুর রহমান, সহকারী কমিশনার নবাব আলী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবানের রুমা উপজেলার আনসার ব্যাটালিয়ন এর সদর দপ্তর স্থাপন নির্মাণ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্থ ৬জনকে ব্যক্তিকে সর্বমোট ৪৯ লক্ষ ৫৩ হাজার ৯৮১ টাকার চেক এবং পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্প-২য় পর্যায় এর অধীনে আলীকদম উপজেলায় পান বাজার-চৈক্ষ্যং ত্রিপুরা পাড়ায় সড়ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্থ ১ জন ব্যক্তিকে ১ লক্ষ ৫৮ হাজার ৪শত টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031