শওকত আহ্বায়ক-মুরাদ সচিব : চট্টগ্রাম প্রেসক্লাব এর অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র জনতার বৃহত্তর এক সমাবেশ ৬ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার সারাদিন চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও আওয়ামী জালেম সরকার সমর্থিত ও দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে ৯ (নয়) সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। কমিটি ঘোষণা করেন-চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। গঠিত অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক হলেন প্রবীণ সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিশ্ব প্রেস কাউন্সিলস নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত। গঠিত অন্তবর্তীকালীন কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা হলেন সদস্য সচিব গোলাম মাওলা মুরাদ। সদস্যবৃন্দ হলেন সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা, শিব্বির আহমদ ওসমান।
এই অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর তৎসংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাব রেজি: নং-(১৫৮৩/১৯৯০)এর প্রদত্ত অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031