ছয় অঞ্চলে ৬০ কি.মি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক :: দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে সতর্কতা সংকেত।
শনিবার (২১ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয?াখালী, নোয?াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলগুলোর ওপর দিয?ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায? ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায?ীভাবে ঝোড?ো হাওয?া বয?ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয?েছে।
অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায?ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয?ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয?ে আসাম পর্যন্ত বিস্তৃত রয?েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায?ু বাংলাদেশের ওপর কম সক্রিয? এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায? রয?েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায? পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
শনিবার (২১ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায?গায? এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময?মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায?গায? অস্থায?ীভাবে দমকা হাওয?াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের ওপর দিয?ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয?ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায? অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায?গায? এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময?মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায?গায? অস্থায?ীভাবে দমকা হাওয?াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায? অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময?মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায?গায? অস্থায?ীভাবে দমকা হাওয?াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয?ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031