ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের রাঙ্গামাটি সফর, বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রামে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপি, আশিকা, মানুষের জন্য ফাউন্ডেশনসহ কয়েকটি এনজিওর বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন, ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইইএএস) পোলা পামপালনি, (ইইএএস)’র দক্ষিণ এশিয়ার বিভাগের উপ-প্রধান মনিকা বাইলাটি, প্রতিনিধি দলের প্রধান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, মিচেল ক্রেচজা. মেহের নিগার ভূঁইয়া, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ অন্যান্যরা।
গত শুক্রবার (৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলার বন্ধুকভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মগপাড়ায় পরিদর্শন করেন তারা। সেখানে স্থানীয় উপকারভোগীদের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সরাসরি কথা বলেন। এ সময় প্রতিনিধি দলের কাছে স্থানীয়রা জানান, এ প্রকল্পের মাধ্যমে এখানকার মানুষ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অনেক সচেতন হয়েছে। খাদ্যের পুষ্টিগুন সম্পর্কে তারা এখন অবগত। শাক-সবজির গুণাগুণ ঠিক রেখে কিভাবে র্দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেটিও শিখে ফেলেছে। পরে স্থানীয়দের শিল্পী গোষ্ঠীর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রতিনিধি দল।
সফর শেষে স্থানীয় একটি রেস্টোরায় তিন পার্বত্য জেলার নারী প্রতিনিধিদের সাথে বৈঠক করে তারা। নারী ক্ষমতায়ন, নারী সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় চাকমা রাণী ইয়ান ইয়ান, নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাউপ্রু মারমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মধ্যহ্নভোজের পর দ্বিতীয় দফায় স্থানীয় হেডম্যান-কার্বারি ও জনপ্রতিনিধিরে সাথেও পার্বত্য চট্টগ্রামে বিবাদমান পরিস্থিতি নিয়ে আলোচনা নয়। আলোচনায় রাঙামাটি ও খাগড়াছড়ির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031