রাঙ্গামাটির জুড়াছড়ি জোন কর্তৃক কাবাডি (নারী) দলকে সংবর্ধনা প্রদান কাবাডি দলের প্রতিটি খেলোয়াড় শুধু নিজের দক্ষতার প্রমাণ করে দেয় যে একতাই শক্তি —–জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥ জুরাছড়ি জোন কর্তৃক আয়োজিত ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের কাবাডি (নারী) দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৫টায় ৫১তম গ্রীষ্মকালীন বাংলাদেশের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিযোগিতা-২০২৪ এর কাবাডি (নারী দল) খেলায় জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জুরাছড়ি জোন কর্তৃক একটি সংবর্ধনা অনুষ্ঠান এবং শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান, পিএসসি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, জুরাছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হক, ক্যাম্প কমান্ডার, যক্ষাবাজার আর্মি ক্যাম্প ক্যাপ্টেন মুহম্মদ সিফাত রায়হান, ইন্সট্রাক্টর রিসোর্স সেন্টার কর্মকর্তা, জুরাছড়ি- মোর্শেদ আলম, এলজিডি কর্মকর্তা জুরাছড়ি উপজেলা-মোঃ আকমল হোসেন, সিনিয়ন শিক্ষক ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়-শান্তিময় চাকমা, সভাপতি মটর সাইকেল চালক সমিতি- রাজেশ চাকমা, সভাপতি জুরাছড়ি উপজেলা পূজা মন্দির কমিটি-তপন কান্তি দে, সভাপতি বাজার কমিটি-মোঃ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান ১নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ-ইমন চাকমা, চেয়ারম্যান ২নং বনযোগীছড়া ইউনিয়ন-সন্তোষ বিকাশ চাকমা, চেয়ারম্যান ৩নং মৈদুং ইউনিয়ন পরিষদ সাধনানন্দ চাকমা, উপজেলা কাবাডি টিম কোচ- তনয় চাকমা, জেলা কাবাডি টিম কোচ-মোহাম্মদ খোকন, এছাড়াও এই জোনের আওতাধীন প্রায় সকল কারবারি, হেডম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।
এসময় ক্যাম্প কমান্ডারের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান। এরপর প্রধান অতিথি খেলোয়াড়দের পাশাপাশি শিরোপা জয়ী দলের সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কোচসহ সকলকে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র এবং শিক্ষা সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান, পিএসসি বলেন, আজকের এই বিশেষ দিনে আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ৫১তম গ্রীষ্মকালীন বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এ কাবাডি (নারীদল) খেলায় ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। এটি শুধু একটি শিরোপা জয় নয়, এটি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ঐক্যের প্রতীক।
জোন কমান্ডার আরো বলেন, এই কাবাডি দলের প্রতিটি খেলোয়াড় শুধু নিজের দক্ষতার প্রমাণই দেয়নি, বরং দলগত কাজের মাধ্যমে দেখিয়েছে যে একতাই শক্তি। আপনারা এই জয় দিয়ে শুধু আমাদের জোনকে গর্বিত করেননি, বরং পুরো দেশকে গর্বিত করেছেন।
পুরষ্কার বিতরণ শেষে আগত অতিথিগণ জুরাছড়ি জোন কর্তৃক আয়োজিত চা চক্রে অংশগ্রহণ করেন।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031