রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ যত দিন দায়িত্বে ছিলাম জেলার উন্নয়নসহ জেলাবাসীর কল্যাণ, শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করার চেষ্টা করেছি বলে মন্তব্য করেছেন রাঙ্গমাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি বলেন,কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন। তাদের মাধ্যমে তথ্য পাওয়ায় আর্থ-সামাজিক উন্নয়নসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছি। আমি চলে গেলেও এই অপরূপ সৌন্দর্য্য রাঙ্গামাটি কথা ভুলতে পারবোনা।জেলাবাসী সবাই আমার কাছে আপনজন হয়ে গেছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানকে বদলিজনিত বিদায় ও ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, সুনীল কান্তি দে, বর্তমান প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পুলক চক্রবর্তী, দপ্তর সম্পাদক মনসুর আহমেদসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক হিসেবে রাঙ্গামাটিবাসীর জীবনমান উন্নয়নে নানা ভাবে সহায়তা প্রদান করেছেন। তেমনী সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ছোট-বড় সমস্যা তিনি শক্তহাতে সমাধান করেছেন। সাথে রাঙ্গামাটিবাসীর আর্থ-সামাজিক উন্নয়নসহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছেন। যা রাঙ্গামাটিবাসী চিরদিন মনে রাখবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30