আজ ১০ ডিসেম্বর  বিশ্ব মানবাধিকার দিবস

গিরিদর্পণ ডেস্ক
——————-
প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়। ১৯৪৮ সালে জাতিসংঘ এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। ৫ বছর পর পর মানবাধিকার ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পুরস্কার ও নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়। বর্তমান বিশ্বে দারিদ্রতা ও বঞ্চনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা। আটকাদেশ রাজনৈতিক মক ট্রায়াল এবং পরবর্তীতে জেল প্রদান সব মানবাধিকার লংঘন। কিসে মানবাধিকার লংঘিত হয়। * সামরিক শাসন এবং একনায়কতন্ত্র * বন্দীমুক্তি না দেয়া * মিছিল সমাবেশ নিষিদ্ধ করা * মিছিল ভঙ্গ করে দেয়া * মানুষের মৌলিক অধিকার খর্ব হওয়া * রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হলে * সকলে সর্বত্র ও সমানভাবে মানবাধিকার ভোগ করার সুযোগ না পেলে * আমাদের স্বাধীনতা আমাদের মুক্তি আমাদের অধিকারের সঙ্গে আশা-ভরসা ও মানবতা সমানভাবে গৃহীত না হলে।
অন্যান্য মানবাধিকারসমূহ
* বিবাহ, সন্তানলাভ ও পরিবার গঠন * নিজের মত চাওয়া পূরণ * মুক্ত চিন্তাভাবনা করা * সবার মত প্রকাশের স্বাধীনতা * জনসমাবেশ করা ও সমাবেশে অংশগ্রহণ করা * গণতন্ত্রের অধিকার নিশ্চিত হওয়া * সামাজিক নিরাপত্তা বিধান * শ্রমিকের কাজের অধিকার প্রদান * খাদ্য ও বাসস্থান প্রাপ্তি * সবার খেলাধুলার অধিকার * শিক্ষার অধিকার সবার * অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান * মানবাধিকার মৌলিক অধিকার, সমাজে সমতা ও মানবিকতার আরেক নাম রক্ষা করাই মানবাধিকার * ভোটাধিকার * কথা বলার অধিকার * ফেয়ার ট্রায়াল * বিনামূল্যে শিক্ষা * সবার জন্য ওহঃবৎহবঃ ধপপবংং * গোত্রের সমতা * যার যার ধর্ম তার তার * ছুটি কাটানোর অধিকার * শিশুশ্রম বন্ধ করা * শিক্ষা সমতা * মৃত্যুদ- না দেয়া * মানবপাচার * জোর করে শ্রমিক বানানো* যৌন হয়রানি * জোর করে বিয়ে দেয়া * মানব অঙ্গ বিক্রয়।
এবারের মানবাধিকার দিবসে আসুন আমরা সবার জন্য সর্বত্র মানবাধিকার রক্ষায় সহায়তা করি। সাথে সাথে মানবাধিকার লংঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সরকার ব্যবস্থা নেবে- এটাই সবার প্রত্যাশা। হিংসা-বিদ্বেষ দূর হোক সুন্দর পৃথিবী গড়ে উঠুক

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031