॥ নিজস্ব প্রতিবেদক ॥ দেশ ও জাতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, আমি যতদিন থাকিনা কেন পার্বত্য এলাকায় শিক্ষা ও পর্যটন নিয়ে আমি কাজ করতে চায়। কারণ অন্যান্য দেশের তুলনায় পর্যটন ক্ষেত্রে পার্বত্য এলাকা এখনো অনেক পিছিয়ে আছে। তাই পর্যটনকে ঢেলে সাজাতে পারলে এলাকা উন্নয়ন হবে। পার্বত্য এই রাঙ্গামাটিতে পর্যটনের ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। আমি চাই এই ক্ষেত্রে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা আমাকে সাহার্য্য ও সহযোগিতা করবেন।
শিক্ষা ব্যবস্থা নিয়ে নবাগত জেলা প্রশাসক আরো বলেন, পার্বত্য এলাকায় শিক্ষা ব্যবস্থা তেমন ভালো নয়। এখানে শিক্ষক সংকট প্রকট। আমি জানতে পেরেছি এই রাঙ্গামাটির বিদ্যালয়ে ১হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। এখানে ১ হাজার শিক্ষকের পদ খালি থাকলে আমাদের সন্তানরা কার কাছে শিখবে। এই জনপদে ৯০৪জন শিক্ষক না থাকে তা হলে প্রতিটি বিদ্যালয়ে ২জন করে শিক্ষক সংকট রয়েছে। এইটি একটি আমার কাছে চ্যালেঞ্জ। সেই সাথে আমি চাই দূর্গম এলাকায় যেসব বিদ্যালয় আসে সেখানে একটি করে আবাসিক হোষ্টেল তৈরী করা। যাতে আমাদের ছেলে-মেয়েরা পাহাড়ের থেকে আসে তারা অন্তত সুযোগ পায়। তারা যাতেহোষ্টেলে থেকে ২/৩দিন সেখানে থেকে বিদ্যালয়ে পড়ালেখা করতে পারে। নুন্যতম শিক্ষা যাতে শিক্ষার্থীরা পায়। তাই পার্বত্য এলাকার বৈচিত্র প্রতিফলন যেমন ঘটাতে হবে তেমনী শিক্ষা ব্যবস্থার উপর জোর দিতে হবে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ এইসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ শামিম হোসেন, রাঙ্গামটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রজ্ঞন চৌধুরী, জার্নালিস্ট নেটওয়ার্ক এর সভাপতি শান্তিময় চাকমাসহ রাঙ্গামাাটিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
রাঙ্গামাটি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ আরো বলেন, পার্বত্য এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও স্থানীয় গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আগামী দিনগুলোতে পরস্পরের সহযোগিতার মাধ্যমে রাঙ্গামাটিকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ৩ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহকে রাঙ্গামাটি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। রবিবার ৮ ডিসেম্বর, রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ হাবিব উল্লাহ কর্মস্থলে যোগদান করেন। নবাগত জেলা প্রশাসক ইতিপূর্বে উপসচিব, অর্থবিভাগে কর্মরত ছিলেন বলে জানা যায়।