মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে মর্মান্তিক প্রাণহানি: দৈনিক গিরিদর্পণ সম্পাদকের গভীর শোক

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের মর্মান্তিক মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দৈনিক গিরিদর্পণ সম্পাদক মঞ্জুরানী গুর্খা। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
তিনি মনে করেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় পাইলট, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মোট ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031