পাহাড়ে কৃষি বিপ্লবের নতুন যাত্রা: খাগড়াছড়ির যাদুরাম পাড়ায় কৃষি যন্ত্রপাতি হস্তান্তর আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়বে —-পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ির যাদুরাম পাড়ায় অনুষ্ঠিত হলো “কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠান”যা পাহাড়ের কৃষিজীবী জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলধারা ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় শনিবার (৩ আগস্ট) রবিবার যাদুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষি যন্ত্রপাতি বিতর করা হয়। বিতরণ অনুষ্ঠানে কামালছড়ি ক্লাস্টার ডেভেলপমেন্ট কমিটি’র চেয়ারম্যান পাক্রই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে পাহাড়ি কৃষকদের উৎপাদন ক্ষমতা বহুগুণে বাড়বে এবং সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। এই যন্ত্রপাতি শুধু উৎপাদন নয়, বরং কৃষির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহকেও উৎসাহিত করবে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং প্রকল্প পরিচালক পবন কুমার চাকমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ।
উক্ত প্রকল্পটি বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রধান বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম হিল ট্র্যাক্টস আঞ্চলিক পরিষদ এবং সহ-বাস্তবায়ন সংস্থা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের যন্ত্রপাতি আগে তাদের নাগালের বাইরে ছিল। এখন সরকারি সহায়তায় তা বাস্তবতায় রূপ নিচ্ছে। তাদের আশা—এই প্রযুক্তি-সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকলে পাহাড়ের কৃষি একদিন হবে দেশের অন্যতম শক্তিশালী খাত।

পাহাড়ে কৃষি বিপ্লবের নতুন যাত্রা: খাগড়াছড়ির যাদুরাম পাড়ায় কৃষি যন্ত্রপাতি হস্তান্তর আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়বে —-পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031