পাহাড় ধসে সেনা অফিসারসহ নিহতের সংখ্যা বেড়ে ৭৬

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পর চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১৭ জন, রাঙামাটিতে সেনাসদস্যসহ ৫২ জন ও বান্দরবানে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আজ মঙ্গলবার ভোররাত থেকে সকাল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে।

টানা বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে বিভিন্ন স্থানে ৫২ জন প্রাণ হারিয়েছেন। সদর, কাউখালী ও কাপ্তাই উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভূমিধসের কারণে রাঙামাটি ও বান্দরবানে সড়ক চলাচল ব্যাহত হচ্ছে। হতাহতদের রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাহাড় ধসের পর সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করতে গিয়ে অপর একটি পাহাড় ধসে বেশ কয়েকজন সেনা সদস্য আহত ও নিহত হয়েছেন। তবে হতাহতদের সংখ্যা প্রকাশ করেনি আইএসপিআর।

এদিকে বান্দরবানের বালাঘাটা এলাকায় তিনটি পাহাড় ধসে পড়েছে। বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, সোমবার রাতে শহর এলাকার কয়েক জায়গায় পাহাড় ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারকাজে যোগ দিয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক মংকু চিং বলেন, হাসপাতালে আসা ৭ জনকে ডাক্তার মৃত ঘোষণা করেছে। এছাড়া আরও ২৪ জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এদিকে, চট্টগ্রামে চন্দনাইশ ও রাঙ্গুনিয়া উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে পাহাড় ধসে একটি শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন জানান, রাজনগর ও ইসলামপুরে পাহাড় ধসে অন্তত আটজন নিহত হয়েছে

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930