॥ মুহাম্মদ জুবাইর, টেকনাফ ॥ টেকনাফে ঈদ ভ্রমনে গিয়ে নাফ নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ থাকা ৩জনের লাশ পৃথকভাবে উদ্ধার করা হয়েছে। দাফনের জন্য লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়। ২৯জুন সকালে স্থানীয় লোকজন শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার নাফনদীর মোহনায় ভাসমান লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় নিখোঁজ থাকা নাজিরপাড়ার হামিদ হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (১৬), পল্লান পাড়ার আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক এর লাশ দুইটি উদ্ধার করা হয়।
গত ২৮জুন সকালে টেকনাফ ১নং স্লুইচ গেইট থেকে টেকনাফ পৌরসভাস্থ ইসলাবাদের মনু মিয়ার পুত্র মোঃ আমিন (৯)এর লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন খাঁন নিখোঁজ থাকা ৩জনের লাশ পৃথকভাবে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য গত ২৭জুন বিকাল ৫ টার দিকে নৌকা নিয়ে নাফনদী ভ্রমন করতে গিয়েই নৌকা ডুবির ঘটনায় ১৪জনকে উদ্ধার করা হলে ও তারা ৩জন নিখোঁজ ছিল।