সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল পাচ্ছে জনগণ –বীর বাহাদুর এমপি

সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল পাচ্ছে জনগণ –বীর বাহাদুর এমপি
॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ পণ্যের প্রচার ও প্রসার আর ক্রেতাদের নতুন নতুন পণ্য সর্ম্পকে পরিচিতি করতে বান্দরবানে শুরু হয়েছে বান্দরবানে শুরু এসএমই পণ্যমেলা। এসএমই পণ্যমেলা উপলক্ষে বুধবার (১ মার্চ) বিকেলে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন আর পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ও এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার রাহুল বড়–য়াসহ সরকারি বেসরকারি কর্মকর্তাদের। মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রায় ৬০টি স্টল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ীরা হাজির হয়েছে। মেলায় পাটজাত পণ্য,চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়ার, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, গৃহস্থালী পণ্য, গৃহস্থালী পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অন্যন্য স্বদেশী পণ্য।
মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্টানের। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন, বর্তমান সরকারের সুফল জনগণ আজ পাচ্ছে। দেশের সর্বত্র আজ ডিজিটাল প্রযুক্তির ছোয়া লেগেছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফলের ফলে আজ থানছির মত দুর্গম এলাকাতে ও বিদ্যুৎতের আলোয় আলোকিত হয়েছে। স্বাধীনতার ৪৬বছর পর বর্তমান আওয়ামীলীগ সরকারই এই বিদ্যুৎ প্রকল্পের কাজ হাতে নিয়ে সফল বাস্তবায়ন করেছে।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নে সকলের অংশগ্রহণ নিশ্চিত করাসহ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি, বিনামুল্যে বই প্রদান ও এখন মায়েদের জন্য বৃত্তির ব্যবস্থা করছে বর্তমান সরকার। প্রতিমন্ত্রী আরো বলেন, শুধু শিক্ষিত হলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে, তাইলেই দেশে শান্তি বিরাজ করবে আর সর্বত্র উন্নয়নের জোয়ার অব্যাহত থাকবে। ছয়দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আর ৬ইমার্চ সমাপনী অনুষ্টানের মধ্য দিয়ে এই এসএমই পণ্য মেলার সমাপ্তি হবে। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে বিনামুল্যে প্রবেশ, কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্রসহ নানান আকর্ষনীয় আয়োজন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031