গুইমারায় বিজিবি’র বৃক্ষরোপন অভিযান উদ্বোধন

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ পরিবেশের বিপর্যয় ঠেকাতে বৃক্ষরোপনের বিকল্প নেই মন্তব্য করে খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তত্ত্বাবধানে পরিচালিত খাগড়াছড়ির গুইমারা বর্ডার গার্ড হাসপাতালের অধিনায়ক লেঃ কর্ণেল আবদুল ওহাব বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষরোপনে উদ্যেগী হতে হবে। গাছ হচ্ছে অক্সিজেন সাপ্লাইয়ের কারখানা। গাছ না থাকলে অক্সিজেনের উৎপাদনও থাকবেনা। তাই অক্সিজেনের উৎপাদন বাড়াতে বেশী বেশী করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণে পরামর্শ দেন।
বুধবার (২আগষ্ট) সকালে হাসপাতাল গ্রাউন্ডে আ¤্রপালি গাছের চারা রোপনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।
এসময় বর্ডার গার্ড হাসপাতালের উপ-অধিনায়ক মেজর মোল্লা মুনতাসিরসহ পদস্থ কর্মকর্তা, সৈনিক ও হাসপাতালের স্টাফ নাার্সগন উপস্থিত ছিলেন। এবার হাসপাতালের গ্রাউন্ডে মোট ৭ শতাধিক মাল্টা গাছ, ৩শতাধিক আ¤্রপালি, ২০০ লেবু, ২৫০টি সেগুন, ২০টি নারকেল গাছসহ প্রায় ১৫০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টায় হাসপাতালের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন লেঃ কর্ণেল আবদুল ওহাব। মৎস পোনা অবমুক্ত ও বৃক্ষরোপন শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করারা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930