॥ নিজস্ব প্রতিবেদক ॥ গত ১৩ জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধব্বসের ঘটনায় বেঁচে যাওয়া মীম ও সুমাইয়ার দায়িত্ব নিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে তিনি সাংবাদিকদের মীম ও সুমাইয়ার দায়িত্ব নেয়ার কথা জানান।
গত ১৩ জুন ঘটনার দিন যখন বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল তখন টেলিভিশন কেন্দ্রের রুপনগর এলাকার মীম ও সুমাইয়াকে তাদের চাচার বাসায় রেখে তাদের মা সালাহউদ্দিন ও তার স্ত্রী রাহিমা আক্তার নিজ ঘরের মালামাল আনতে বাসায় যায় আর তখনই মাটি চাপা পড়ে তারা মারা যান। সে সময় আরো ৫জন মাটি চাপা পড়ে নিহত হয়। বর্তমানে এতিম মীম ও সুমাইয়াকে চাচা কাউসার দেখা শোনা করে আসছেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান জানান, অনেকে তাদের নিতে চেয়েছিল কিন্তু তাদের পরিবার কাউকে নিতে দেয়নি। পরবর্তীতে তাদের ভরণ পোষণ ও লেখা পড়ার কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি। তিনি আরো বলেন, যতদিন তারা বড় না হবে অন্তত ১৮ বছর পুর্ণ না হবে ততদিন স্থায়ী ভাবে জেলা প্রশাসন তাদের দায়-দায়িত্ব বহন করবে।