॥ মিরসরাই ( চট্টগ্রাম) সংবাদদাতা ॥ চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারদের শিক্ষন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা অপকা’র আয়োজনে দাতা সংস্থা ওসাপ বাংলাদেশ এবং ইউকে এইড এর অর্থায়নে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রোগ্রাম এর আওতায়মঙ্গলবার ( ২২ আগষ্ট) সকালে মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে ৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তাররা এতে অংশ নেয়। অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্ত্তী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ওসাপ বাংলাদেশের প্রোজেক্ট অফিসার আলতাব হোসেন। অপকার মনিটরিং অফিসার শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবির, সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমদু, মিঠছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, আবু সুফিয়ান বিপ্লব, এমরান উদ্দিন, অপকা’র প্রোজেক্ট কো-অর্ডিনেটর মার্ক দিলীপ মন্ডল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সচিব স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্ত্তী বলেন, স্কুলে হাইজিন কর্নার এর ব্যাবহার নিশ্চিত করতে হবে। হাত ধোয়ার অভ্যাস প্রতিটি শিশু থেকে শুরু করে অভিভাবক সহ সকল পর্যায়ে পৌছে দিতে হবে। তিনি বিভিন্ন স্কুলের পরিবেশনা সম্পর্কে বলেন, আজকের ক্ষুদে ডাক্তাররা আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে হাইজিন বিষয়টিকে অভ্যাসে পরিনত করতে হয়। তিনি অপকা’র এই কর্মসূচীকে আরো তৃনমুলে পৌছে দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে মিঠাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার দল শাহাদাৎ হোসেন চৌধুরীর রচনায় এবং ফাহিমা সুলতানার নির্দেশনায় ‘ পরিষ্কার হাত সুস্থ্য জীবন’ শীর্ষক নাটক মঞ্চস্থ করে। এছাড়ামধ্য মান্দারবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার দলের সদস্যরা নাটিকা, কিসমত জাফরাবাদ এম এ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার দল জারী গান,বিশ^দরবার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার দল টিপি ট্যাপ এবং হান্ড ওয়াশ লিকুইড় প্রস্তুত প্রনালী প্রদর্শন , রঘুনাথপুর হাজী সুলতান আহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্ষুদে ডাক্তার দল সঠিক নিয়মে হাত ধোয়া প্রদর্শন, মস্তান নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্ষুদে ডাক্তার দল হাত ধোয়ার উপকারিতা বিষয়ক শ্লোগান প্রদর্শন, তাজপুর অলি আহাম্মদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারগন হাইজিন কর্নার বিষয়ক পরিবেশনা উপস্থাপনা করেন।