॥ রাজস্থলী প্রতিনিধি ॥ রাজস্থলী উপজেলায় জাতীয় ভোটার হালনাগাদ দ্বিতীয় দিনে ২নম্বর গাইন্দ্যা ইউপি হল কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ ভোটার হালনাগাদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের ২নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১৪২জন। এতে পুরুষ ভোটার ৬৬জন ও নারী ভোটার ৬৬জন। তবে, ছবি তোলার কেন্দ্র সূত্রে জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা সমস্যার কারণে অনেক ভোটার আসতে পারচ্ছে না। এ কার্যক্রমের আওতায় প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ইউনিয়ন পরিষদ, মেম্বার, চেয়ারম্যান ও গ্রাম পুলিশগণ স্বতঃস্ফুতভাবে সহযোগিতা করছে বলে জানা গেছে। এতে ডাটা অপারেটর কাজ করছে সিমা চাকমা, মালতি চাকমা ও দেবরাজ চাকমা। টিম লিডার শ্যামল চাকমা। ছবি তোলা কেন্দ্রে তত্বাবধান করছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যা উথান মারমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়–য়া।