॥ চট্টগ্রাম ব্যুরো ॥ হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের যুগীরহাটহাট জোর পুকুর পাড় এলাকা থেকে অবৈধভাবে আশ্রয় নেওয়া আরো ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া আটটায় ওই এলাকার জনৈক কামালের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে মহিলা, পুরুষ ও ৮জন শিশু রয়েছে। তারা কয়েকদিন পূর্বে ওই এলাকায় আসে। এর আগে পৃথক অভিযানে গত ১৩ ও জানা গেছে।
১৫ সেপ্টেম্বর হাটহাজারী পৌর এলাকা থেকে মোট ২৫ জন রোহিঙ্গাকে আটক করে উখিয়ার বালুখালী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে হাটহাজারীতে সর্বমোট ৩৭জন রোহিঙ্গা পুলিশ প্রশাসন কর্তৃক আটক হয়।
হাটহাজারীকে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে অবৈধভাবে আমান বাজারের পূর্বে জোর পুকুর পাড় এলাকায় অবস্থান করায় ১২জন রোহিঙ্গাকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে উখিয়ার বালুখালী ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।