হাটহাজারীতে স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মো. রাজিব(১৯) নামে এক বখাটেকে ভ্রাম্যমাণ আদালত ৬মাসের কারাদণ্ড দিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আক্তার উননেছা শিউলী রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন। রাজিব হাটহাজারী পৌরসভাস্থ পশ্চিম দেওয়ান নগর সন্দ্বীপপাড়া এলাকার মো. শফির পুত্র ও পেশায় একজন সিএনজি চালিত অটোরিক্সা চালক।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম জানান, দীর্ঘদিন ধরে রাজিব নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। শনিবার বিকালে স্কুল ছুটির সময় উপজেলা নির্বাহী অফিসার সহকারে পুলিশ অভিযান পরিচালনা করে রাজিবকে ওই স্কুলের সামনে থেকে আটক করা হয়। এ সময় উত্যক্তের শিকার ছাত্রীর অভিযোগ, স্বাক্ষ্য-প্রমাণ ও রাজিবের স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। রাজিবকে সোমবার জেল হাজতে প্রেরণ করা হবে।
ইউএনও আক্তার উননেছা শিউলী ইত্তেফাককে বলেন, রাজিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।