সৌদি আরবে প্রথম বারের মতো পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন বাদশাহ সালমান। চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আগামী ৩০ নভেম্বর ২০১৭ সৌদি আরবে পবিত্র ১২ রবিউল আউয়াল।
ওই দিন বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক দুই দিন ছুটিসহ মোট তিন দিন ছুটি পাবেন সেখানকার সরকারী-বেসরকারী কর্মকর্তা ও কর্মচারীরা। সৌদি আরবের ‘আল-আরব আল-ইয়াওম’ পত্রিকা ও ‘সৌদি ৩৬৫ ডটকম’ এ সংবাদ প্রকাশ করেছে। ইসলামের ইতিহাসে পবিত্র ১২ রবিউল আউয়াল অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন।
প্রসিদ্ধ অভিমত অনুযায়ী, এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সৌদি আরবের মক্কা নগরীর কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। এবং এই দিনেই তিনি ওফাত লাভ করেছেন। এই দিনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে সরকারীভাবে ছুটি থাকলেও সৌদি আরবে আগে তা ছিল না।
এই প্রথম এই দিনের গুরুত্ব তুলে ধরার জন্য সৌদি সরকার ছুটি ঘোষণা করেছে। বিষয়টাকে সৌদি আরবের সাম্প্রতিক পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ২০১৫ সালে প্রকাশিত এক ফতোয়ায় সৌদি আরবের গ্রান্ড মুফতি আবদুল আজিজ বিন বায পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন বিদআত হিসেবে আখ্যায়িত করেছেন।