॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর তত্বাবধানে ৬০জন মহিলাকে হস্তশিল্পের উপর প্রশিক্ষণ দিয়ে বিশেষ ভাবে প্রশিক্ষিত করে তোলা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনষ্টিটিউটে রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, পেবেল চাইল্ড বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোরশেদ, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ রেদাওয়ানুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ মহিলাদের দলভূক্ত করে সেনাবাহিনীর তত্বাবধানে পেবেল চাইল্ড বাংলাদেশ নামে একটি সংগঠন মহিলাদের হস্তশিল্পের উপর মাসব্যাপী প্রশিক্ষণ দেয়। হাতে বুনন সোসাইটির প্রশিক্ষানার্থীদের তৈরীকৃত হস্তশিল্প সামগ্রী বিদেশে রপ্তানি করবে পেবেল চাইল্ড।