বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যাগে বিনামুল্যে চিকিৎসা শিবির, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ শান্তি চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষ্যে বান্দরবানে দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসায় বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে বান্দরবান সেনা রিজিয়ন। গতকাল শনিবার সকালে স্থানীয় রাজার মাঠে বিনামূল্যে এই চিকিৎসা শিবির, শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেডে ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন এসইউপি,এনডিইউ,পিএসসি। এসময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্টানে শুভ উদ্বোধন করা হয় ।
পরে শুরু হয় দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ। চিকিৎসা শিবিরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪হাজারের ও বেশি দুস্থ ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এসময় মেডিসিন, ডেন্টাল, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরণের চিকিৎসা সেবা প্রদান করা হয় । অনুষ্টানে গরীব ও অসহায়দের মাঝে ৪ হাজার পিচ কম্বল ও ১০টি প্রাথমিক শির্ক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের বই-খাতা, কলম, পেন্সিল বক্স,স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে বান্দরবান সেনা রিজিয়ন।
এসময় অনুষ্টানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো: ইকবাল হোসেন, সেনা রিজিয়নের জিএসও-২(ইন্ট) মেজর আবু সাঈদ মোহাম্মদ মেহেদী হাসান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:মফিদুল আলম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ স্থানীয় জন-প্রতিনিধি এবং প্রশাসনের গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গরা।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031