চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে : এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক র‌্যালি ও সমাবেশে

বিশ্ব ব্যাপি মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা কর্তৃক র‌্যালি ও চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশে বক্তাগণ বলেন, মায়ানমার, সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, ভারতসহ পৃথিবীর নানা প্রান্তরে নির্যাতিত মানুষের আর্তচিৎকার শুনতে পাওয়া যাচ্ছে। নির্যাতিত  মানুষ গুলো মানবাধিকারের সুরক্ষা পাচ্ছে না। প্রতি বছর ১০ ডিসেম্বর আসলে সারা পৃথিবীতে মানবাধিকার সংগঠন সমূহ অধিকার রক্ষায় দাবি তুলে থাকে। পৃথিবীর শক্তিধর ব্যাক্তি ও রাষ্ট মানবাধিকার রক্ষায় মুজলুম মানুষের পাশে না দাঁড়ালে এ অধিকার প্রতিষ্ঠা হবে না। আজ ১০ ডিসেম্বর বিশ্বমানবাধিকার দিবসে বক্তাগণ তাদের বক্তব্যে এ কথাগুলো বলেন। ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক সাংবাদিক এম কে মুমিনের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যথাক্রমে ফাউন্ডেশনের জেলা সভাপতি মোঃ মুছা খান, মহানগর সভাপতি সাংবাদিক মিলন বড়–য়া, জেলা সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন চৌধুরী মানিক, মহানগর সিনিয়র সহসভাপতি কলামিষ্ট মাহমুদুল হক আনসারি, মহানগর সাধারণ সম্পাদক আ.জ.ম সামছুল করিম লাভলু, চট্টগ্রাম কাজী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা জাহাঙ্গির আলম হেলালী, বাংলাদেশ যুব কল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আর কে রুবেল, সাংবাদিক রোকনুদ্দিন আহম্মদ, রাজিব চন্দ্র দাশ, সমাজ সেবক শাহাদাত হোসেন, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, মোঃ নজরুল ইলাম, নারী নেত্রী শাহনা বেগম, সাংবাদিক কামাল উদ্দিন, মুজিবুল হক প্রমুখ। বক্তাগণ ফিলিস্তিনের জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার প্রস্তাবে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে মায়ানমারের নাগরিকদেরকে বাংলাদেশ উদ্ধাস্ত শিবির থেকে নিজ দেশে স্ব-সম্মানে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বক্তাগণ আরো বলেন, বর্তমান বিশ্বে অব্যাহত মানবাধিকার লংগনে উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেন। সভাশেষে এক বিশাল র‌্যালি নগরীরর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাপ্ত করা হয়।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031