রাঙ্গামাটিতে চ্যানেল আই ‘প্রকৃতি মেলা’ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ “সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” প্রতিপাদ্য নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে প্রকৃতি সংরক্ষণে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চ্যানেল আইয়ের প্রকৃতি মেলা-২০১৮ উপলক্ষে শনিবার (৬জানুয়ারী) সকালে রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
সকালে এ উপলক্ষে শহরের হ্যাপির মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি রির্পোটার্স ইউনিটির সামনে এসে শেষ হয়ে আলোচনাসভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হিমেল চাকমা’সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনসুর আহম্মদ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, প্রকৃতিকে সংরক্ষণ ও পরিবেশকে বাঁচানোর পাশাপাশি রাঙ্গামাটিতে ঘটে যাওয়া গত ১৩জুনের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো অন্যান্য বিপর্যয় থেকে রক্ষা পেতে সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে। প্রকৃতির ভয়াবহ বিপর্যয় রুখতে প্রকৃতি সংরক্ষণের কার্যকরী উদ্যোগ গ্রহন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। বক্তরা বলেন, সচেতনতার অভাবে বিপন্ন হয়ে উঠেছে প্রাণ ও প্রকৃতি। পার্বত্য জেলা তথা বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশের নানা উপাদান এবং এর গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তরা।
উল্লেখ, প্রকৃতি বাঁচাতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর প্রকৃতি মেলার আয়োজন করে আসছে চ্যানেল আই ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930