চট্টগ্রাম : মহানগর মহিলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে হাসিনা মহিউদ্দিন

বেগম খালেদা জিয়ার বিচারের রায়কে কেন্দ্র করে অরাজকতা নৈরাজ্য প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠনের সভাপতি হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে আজ সকাল থেকে জিইসি মোড়ে অবস্থান করেন। এই সময় হাসিনা মহিউদ্দিন বলেন, বিএনপি তাদের দুষ্কর্মের বিরুদ্ধে এদেশে উচ্চতর আদালতের বিচারিক রায় না মানার সংস্কৃতি চালু করেছে। এর ফলে তারা বারবার গণতন্ত্র, স্বাধীনতা ও সংবিধানকে পদদলিত করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু তা কখনো সফল হয়নি এবং এবারও সফল হবে না। তিনি আরো বলেন, কেউ-ই আইনের উর্ধ্বে নয়। যিনি যতই ক্ষমতাবান হোন না কেন তিনি আইনের আওতায় আসবেন। এ ক্ষেত্রে খালেদা জিয়াও ব্যাতিক্রম নন। তার বিচারের রায় অবশ্যই কার্যকর হবে। কারণ শেষ গণতন্ত্র, স্বাধীনতা ও সংবিধান রক্ষার একমাত্র ভরসা। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক কমিশনার মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজী, মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, সহ সভাপতি মমতাজ খান, রওশন আরা ইউসুফ, তপতী সেন গুপ্ত, যুবনেতা আমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, নুরুল আনোয়ার, মো: জাবেদ খান, মেজবাহ উদ্দিন নোবেল, সাবেক ছাত্রলীগ নেতা মো: ওয়াসিম উদ্দিন, আরশেদুল আলম বাচ্চু, আবুল হোসেন আবু, মো: ওসমান গণি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, মহানগর মহিলা আওয়ামী লীগের মালেকা চৌধুরী, হোসনে আরা বেগম, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, লায়লা আক্তার এটলী, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আফরোজা কামাল, হুরে আরা বিউটি, শামসুন নাহার দানু, নাজমা মাওলা, মমতাজ বেগম, কামরুন নাহার বেবী, মনোয়ারা বাহাদুর, কাউন্সিলর ফারজানা জাবেদ, শিল্পী বসাক, ফাতেমা আক্তার, শামসুন নাহার মিনু, আয়েশা ছিদ্দিকা, ঝর্ণা বড়–য়া, আয়েশা আক্তর পান্না, জিন্নাত বেগম, ইসরাত সুলতানা পপি, মিনু দাশ, চেমন আরা, রুমি বেগম, রেনুকা আক্তার প্রমুখ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930