জমে উঠেছে পার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী চাইন্দামুনি বৌদ্ধ মেলা

॥ গুইমারা সংবাদদাতা ॥ জমে উঠেছে খাগড়াছড়ি’র ঐতিহ্যবাহী গুইমারা উপজেলার চাইন্দামুনি বৌদ্ধ মেলা। সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্ধোধন করেন।
পরে প্রদীপ প্রজ্জলন, প্রবজ্যা গ্রহণ, কল্প তরু, সংঘ দান ও ধর্ম দেশনার মধ্যেদিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। প্রায় ২শত বছরের পুরনো পার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী এ মেলায় প্রতি বছর অর্থ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বিভিন্ন প্রতিকুলতার কারনে এবার ৩দিনের পরিবর্তে মেলা চলে একদিন।
দিনব্যাপী এই মেলায় তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ সাম্প্রদায়িক সম্প্রীতি মিলন মেলায় পরিনত হয়। মেলায় পাহাড়ে ঐতিহ্যবাহী পন্য সামগ্রী ও দেশীয় পন্যের শত শত ষ্টল বসে। উপজাতি তরুনীরা মনের হরসে করছে কেনাকাটা। রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, ভাগ্য লটারী ও উপজাতীয় পাংখো নৃত্য। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপেজেলা প্রেসক্লাব, গুইমারার  সভাপতি এম সাইফুর রহমান, উপদেষ্ট মোঃ আব্দুল আলী, ইউপি চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930