বঙ্গবন্ধু ঘোষিত পটিয়াকে জেলা ঘোষনার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীকে পটিয়া জেলা বাস্তবায়ন কমিটির স্মারকলিপি পেশ

জাতির জনক বঙ্গবন্ধু ঘোষিত পটিয়াকে জেলা ঘোষণার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান এর মাধ্যমে গত ১৫ই মার্চ দুপুর ১টায় স্মারকলিপি পেশা পটিয়া জেলা বাস্তবায়ন কমিটি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পটিয়া জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক সৈয়দ নুরুল আবছার, সদস্য সচিব আসিফ ইকবাল, সদস্য এ.কে.এম. আবু ইউছুপ, অমর দত্ত, সোহেল মোঃ ফখরুদ্দীন, সোমিয়া সালাম, ডাঃ মোঃ জামাল উদ্দীন, বাবুল চৌধুরী, মোঃ নাঈম উদ্দীন রকিব প্রমুখ।
স্মারকলিপি প্রদানে লিখিত আবেদনে নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী তৎকালীন মহকুমা শহর বর্তমানে পটিয়া উপজেলার অধিবাসী। জাতির জনক বঙ্গবন্ধু ঘোষিত বাংলাদেশের ২২টি জেলা শহরের অন্যতম হচ্ছে পটিয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক ইচ্ছা আর দেশ উন্নয়নের অংশ হিসেবে বঙ্গবন্ধু ঘোষিত ২২টি মহাকুমা শহরের ২১টি জেলায় পরিণত হয়েছে। শুধামাত্র পটিয়া ছাড়া। সিপাহী বিপ্লবের অন্যতম সংগঠক হাবিলদার রজব আলী, আব্দুল করিম সাহিত্য বিশারদ, বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দাদের, মরমী গানের প্রবক্তা আষ্কর আলী পন্ডিত, ভারতীয় উপ-মহাদেশের প্রবীন কবি বিপীন বিহারী চৌধুরী, চট্টগ্রামের প্রথম দৈনিক পত্রিকার সম্পাদক মহিম চন্দ্র দাশ, বিশ্ব বিখ্যাত প্রকৌশলী ফজল আহমদ, আগর তলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ভুপতি ভুষণ চৌধুরী প্রকাশ মানিক চৌধুরী, খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক ডা. আহমদ শরীফ, আঞ্চলিক গানের উপমহাদেশের খ্যাতিমান গীতিকার আব্দুল গফুর হালী, নুর মোহাম্মদ সাহিত্য রতœ, কবিয়াল মনিন্দ্র সরকার, কবি ত্রিদিব দস্তিদার, ভাষা সৈনিক ড. মাহফুজুল হক, সিএসপি আহসান, পুঁথিগবেষক আব্দুস সত্তার চৌধুরী, সাবেকমন্ত্রী নুরুল ইসলাম শিক্ষাবিদ মৌলভী আবদুস ছোবাহান, মৌলভী রাহাত আলী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান আহমদ কুসুমপুরী, বীরমুক্তিযোদ্ধা মিয়া মুহাম্মদ ফারুকী, সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম চৌধুরী সহ অনেক বিখ্যাত মনিষীদের জন্মস্থান পটিয়া। এই পটিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু একাধিক সময়ে এসেছিলেন। আর আপনি বঙ্গবন্ধুকন্যা হিসেবে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিশ্ব উন্নয়নের রোল মডেল নেত্রী হিসেবে সমাদৃত হচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা আপনি আজ বঙ্গবন্ধুর সোনার বাংরা ও ডিজিটাল বাংলাদেশ বাস্তাবায়ন করতে চলেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর সকল স্বপ্ন ও চেতনা আপনি এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতিমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচারসহ আইনের শাসন প্রতিষ্ঠা, বছরের ১ম দিনে প্রায় ৩৫ কোটি বই বিনামূল্যে প্রদান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রযুক্তি, নারী উন্নয়নসহ সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে আপনার সুযোগ্য নেতৃত্বে। আমরা পটিয়াবাসীর দীর্ঘদিনের দাবী ও অধিকার হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত পটিয়াকে আগামী ২১শে মার্চ চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগ আয়োজিত পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জন সমাবেশে পটিয়াকে জেলা ঘোষনার মাধ্যমে বাস্তবায়নের দাবী জানান। আমরা আশা করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিকভাবে ঘোষিত এই পটিয়াকে জেলা ঘোষণা করে জাতির জনকের স্বপ্ন পুরণে আপনি বিশ্ব মানবতার নেত্রী, বিশ্ব শন্তির রোল মডেল ও বঙ্গকন্যা হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। আর মহাকুমা শহর পটিয়াকে জেলা ঘোষণার মধ্য দিয়ে বিশ্ববাসী আপনাকে আপনার নেতৃত্বের নতুন কারিশমা দেখবে।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30