
॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ নিরাপদ সড়কের দাবিতে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান শহরের ট্রাফিক মোড়, প্রেসক্লাব চত্বর ও বাজার এলাকা, বাস ষ্টেশনসহ বিভিন্ন এলাকা ঘুরে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করে, পরে প্রেস ক্লাব চত্বরে জমায়েত হয়ে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা সারা দে শের মত বান্দরবা নেও লাই সেন্স ও ফিট নেস বিহীন গাড়ী চলাচল বন্ধ ক রার জন্য সরকা রের কা ছে দাবী জানাই, এসময় শিক্ষার্থীরা নৌ পরিবহন মন্ত্রীর ২৯ জুলাই দেওয়া বক্তব্য প্রত্যাহার করে শির্ক্ষাথীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার অনুরোধ জানান এবং ৯ দফা দাবি দেন। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ সমাবেশ করলে শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ায় ঘটনা কে কেন্দ্র ক রে শিক্ষার্থীরা এ বি ক্ষোভ সমা বেশ ক রে ছে।