প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে পার্বত্যাঞ্চল—এ,কে,এম মামুনুর রশিদ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে ৩দিন ব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, জেলা প্রশাসন একে এম মামুনুর রশিদ। তিনি বলেন, বৃহষ্পতিবার বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ মেলা। পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন কর্মকান্ডের স্ব-চিত্র সহপাশাপাশি এ মেলায় থাকছে ভিন্ন মাত্রা। থাকবে পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবন মান্নোয়নের সরকারের নতুন পরিকল্পনার নির্দশনা। তাই এ মেলায় অংশগ্রহণ করেবেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। উপস্থাপন করা হবে রাঙ্গামাটিতে তাদের কর্মপরিকল্পনার চিত্র।
বুধবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৪র্থ উন্নয়ন মেলা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
রঙ্গঙামাটি জেলা প্রশাসন একে এম মামুনুর রশিদআরও বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে পার্বত্যাঞ্চল। তিনি বলেন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, সাংষ্কৃতিকসহ সকল ক্ষেত্রে সরকারের গৃহীত টেকসই উন্নয়নের চিত্র জনগনের সম্মুখে তুলে ধরার নিমিত্ত জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ৪ ও ৬ অক্টোবর রাঙ্গামাটি কুমার সুমিত রায় (জিমনেসিয়াম) চত্বরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছে। এ মেলায় বসেছে প্রায় ৮০টি স্টল। থাকবে শিশুদের জন্য বিনোদনের বিশেষ ব্যবস্থা। থাকবে রাঙ্গামাটির উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাবনা নিয়ে আলোচনা, সভা, সেমিনার।
একই সাথে কুইজ, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে। মেলাকে ঘিরে পুরো এলাকায় পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের মাধ্যমে বেপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত।

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031