॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥ কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনাস্থ বারঘোনিয়া মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে শুক্রবার (১১ জানুয়ারি) নগদ আর্থিক অনুদান প্রদান করেছেন রাঙ্গামাটি ২৯৯ আসন থেকে নবনির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার।
তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান সমুহ ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন গত ৬ জানুয়ারি দিবাগত রাতে যখন বারঘোনা মার্কেটে আগন লাগে তখন আমি রাজধানী ঢাকায় ছিলাম। যে কারণে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসতে পারিনি। তিনি বলেন আগুনে ক্ষতিগ্রস্থদের সব ক্ষতি পুরণ করা হয়তো সম্ভব হবেনা। তবে আমরা ক্ষতিগ্রস্থদের পাশে থাকবো। টোকেন হিসেবে আপাতত প্রতি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। কর্ণফুলী পেপার মিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ক্ষতিগ্রস্থদের জন্য কেপিএম থেকেও সহযোগিতা প্রদানের প্রচেষ্টা করা হবে। সাংসদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য আগামীতে আরো সহযোগিতা করা হবে বলেও দীপংকর তালুকদার আশ্বস্থ্য করেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মংসুইপ্র“ চৌধুরী, জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, বনশ্রী পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুবায়েত আক্তার আহমেদ, কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক (উৎপাদন) গোলাম সরোয়ার এবং কেপিএম সিবিএ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু। অনুদান প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী।