চট্টগ্রাম বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর বাস্তবায়নের দাবীতে :: প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

বিপ্লবতীর্থ চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর বাস্তবায়নের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবরে গত ১৪ মে দুপুর ১২টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নানের মাধ্যমে স্মারকলিপি পেশ করেন বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ। স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর বাস্তবায়ন সংগ্রাম পরিষদ চট্টগ্রামের আহবায়ক,বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূনর্বাসন সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, যুদ্ধাহত কমান্ডার, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা,বীরমুক্তিযোদ্ধা এম,এনামুল হক চৌধুরী, যুগ্ন আহবায়ক মুক্তিযোদ্ধা এম,এ,সালাম, এস,এম,আজিজ, মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সাংবাদিক এম,কে,মোমিন, কাজী মুরাদ মাইজভান্ডারী,মোঃ খায়রুল বশর চৌধুরী, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, স.ম. জিয়াউর রহমান, মোঃ আসিফ ইকবাল, মোঃ জোবায়ের হোসেন, মোঃ সিরাজ ,মোঃ দিয়াজ, মাসুমা কামাল আঁখি, মোঃ আবদুর রাজ্জাক প্রমুখ। স্মারকলিপিতে লিখিত আবেদনে নেতৃবৃন্দরা বলেন ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে। আর বিপ্লবতীর্থ চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনে দীর্ঘ সময়ে নানা স্মৃতি বিজড়িত। জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের সূচনা চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী মাঠ থেকেই শুরু হয়েছিল। চট্টগ্রামে স্বাধীনতা সংগ্রামসহ বাংলাদেশ সৃষ্টির অনেক ঐতিহাসিক স্মৃতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিই জড়িয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই যে, স্বাধীনতার ৪৮ বছরেও এখন পর্যন্ত চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর নামে কোন স্মৃতি যাদুঘর নেই। আমরা আশা করছি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা, মাননীয় জননেত্রী শেখ হাসিনা আপনি বর্তমানে সফলতার সাথে যেভাবে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আগামী প্রজন্মকে বিশেষ করে চট্টগ্রামের মানুষকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর দেশপ্রেম এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরার জন্য চট্টগ্রামে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বাস্তবায়ন বর্তমান সময়ের অন্যতম দাবী।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031