চট্টগ্রাম অফিস ঃ মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা ও কনসাল্টিং ফার্ম রিসার্স ফর ডেভেলপমেন্ট এর সহিত “অধিৎবহবংং ঈৎবধঃরড়হ ঃযৎড়ঁময চৎড়ফঁপঃরড়হ ড়ভ উড়পঁসবহঃধৎু, ঝবহংরঃরুধঃরড়হ ডড়ৎশংযড়ঢ় ধঃ উরংঃৎরপঃ খবাবষ ড়হ ঈবৎারপধষ ধহফ ইৎবধংঃ ঈধহপবৎ ঝপৎববহরহম ধহফ চৎবাবহঃরড়হ” শিরোনামে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় উপরিউক্ত শিরোনামে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে একটি এ্যাডভোকেসী সভা অত্র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহন করেন চট্টগ্রাম জেলায় বিভিন্ন পর্য়ায়ে কর্মরত ত্রিশোর্ধ মহিলা এবং ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীর কিশোরী মেয়ে শিক্ষার্থীগণ। উক্ত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ও উপ-পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জি এম তৈয়ব আলী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব সুমন চন্দ্র দেব নাথ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব লাক্রাইন চাক, রিসার্স ফর ডেভেলপমেন্ট এর প্রতিনিধি মো. সোলায়মান খান সহ প্রমুখ। মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক এ্যাডভোকেসী সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন অত্র কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জনাব সুমন চন্দ্র দেব নাথ। সিভিল সার্জন ও উপ-পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী এ্যাডভোকেসী সভার উদ্দ্যেশ্য ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন এবং মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ে গুরুত্বারুপ করেন। অনুষ্ঠানের সভাপতি ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী মহোদয় আরোও বলেন, স্বাস্থ্য সেবার মান ও জনস্বাস্থ্য উন্নয়নের প্রতি লক্ষ্য রেখেই স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এই ধরনের সেবা প্যাকেজ অর্ন্তভুক্ত করেছে। তিনি স্বাস্থ্য খাতে সরকারের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারী পর্যায়ে স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ে জনসচেতনতামূলক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থা সমূহের সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।