॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আয়োজনে তিন পার্বত্য জেলার চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, রাঙ্গামাটির মূল সমস্যা হলো- ভূমি ধ্বস। কয়েক বছর ধরে প্রবল বর্ষণের কারণে এ অঞ্চলে মারাত্বক ভাবে ভূমি ধ্বস হচ্ছে। যে কারেণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে রাঙ্গামাটির ক্ষেপ্পোপাড়া-কাপ্তাই সংযোগ সড়ক দ্রুত সময়ের মধ্যে মেরামত করার জোর দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টি মিলনায়তনে তিন পার্বত্য জেলার উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আরও বলেন, রাঙ্গামাটির সড়কগুলোর বর্তমান অবস্থা বেহাল। এজন্য এলজিডি’র মাধ্যমে যত দ্রুত সম্ভব পুরো জেলার সড়কগুলো মেরামত করে যোগাযোগের ব্যবস্থা উন্নতি করা হোক।
এমপি দীপংকর জানান, অতীতে পাহাড় দ্বীপ রাষ্ট্রে পরিণত হয়েছিলো। বর্তমানে সকল বিভাজন মুছে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার সাথে পাহাড়ের উন্নয়নে বিভিন্ন মেগা প্রকেল্পর মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং এমপি। অনুষ্ঠানটি দুপুর ১২টা শুরু হয়ে বিকেলে ৩টায় শেষ হয়। সভার পরিচালনা করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।
এ মতবিনিময় সভায় তিন পার্বত্য জেলার জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, পৌর সভার মেয়রগণ এবং ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যানরা অংশ নেন।