পদত্যাগ করেও আবার প্রধানমন্ত্রী হলেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক :: পদত্যাগ করেও আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন মালয়েশিয়ার কিংবদন্তি রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ । দেশটির রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করলেও অন্তবর্তী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। নতুন কারো নাম ঘোষণার আগ পর্যন্ত প্রবীণ এই নেতাই ক্ষমতায় থাকছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আচমকা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান মাহাথির। সন্ধ্যা নাগাদ সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী জানান, তাকেই আবার প্রধানমন্ত্রী করা হচ্ছে। ছোট একটি বিবৃতিতে তিনি বলেন, ‘নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ এবং মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রশাসন সচল রাখবেন।’ রাজনৈতিক জীবনের মতো মাহাথিরের ব্যক্তিগত জীবনও বেশ বৈচিত্র্যময়। মাত্র ১৬ বছর বয়সে পড়াশোনা ছেড়ে স্থানীয় একটি বাজারে কলা বিক্রি শুরু করেছিলেন। ১৯৪৬ সালে ২১ বছর বয়সে রাজনীতিতে নামেন। তারপর একদিন প্রধানমন্ত্রী।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30