বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে দৈনিক সময়ের আলোর ১ম বর্ষপূর্তি পালন

॥ রাঙামাটি প্রতিনিধি ॥ লাল সবুজের পতাকা বুকে ধারণ করা ও সত্য প্রকাশে আপোষহীনতার অঙ্গিকারাবদ্ধ সময়ের সাহসী গণমাধ্যম দৈনিক সময়ের আলোর ১ম বর্ষপূর্তি রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।
রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল’র সভাপতিত্বে দৈনিক সময়ের আলো’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ রেচয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসীন রোমান, বিশেষ অতিথি ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এএসএম শামসুল আলম, দৈনিক রাঙামাটি সম্পাদক ও প্রেসক্ল াবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দৈনিক সময়ের আলো রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, এসএটিভি প্রতিনিধি মোঃ সোলায়মান চৌধুরী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন উন্মেষ’র সভাপতি বিটন চাকমা, রাঙামাটি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নেকাব্বর আলী, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তরুণ সাংবাদিক বিহারী চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ বলেন, একটি পত্রিকার নামই বলে দেয় ঐ পত্রিকা আগামী কি রকম হবে। সময় এবং আলো দুটোকেই ধারণ করেছে দৈনিক সময়ের আলো। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও সম সাময়িক পরিস্থিতি মূল্যায়নে আশা করি এই পত্রিকা অগ্রনী ভ’মিকা পালন করবে। বক্তাগণ এই পত্রিকার আরো সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন।
আলোচনা সভার আগে বেলা ১১টায় রাঙামাটি প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হয়ে প্রেসক্লাবে এস শেষ হয়।¡ রাঙামাটি প্রেসক্লাব থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে দৈনিক সময়ের আলো’র ১ম বর্ষপূর্তি পালন উপলক্ষে কেক কাটা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031