রাঙ্গামাটির কুতুকছড়িতে পাহাড়ে ইউপিডিএফ ও জেএসএসের অস্ত্রের যোগানদাতা অস্ত্রসহ চাদাঁবাজ আটক

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও জেএসএসের কাছে অস্ত্রের যোগানদাতা ও চাদাঁবাজ শঙ্খদীশ বড়–য়াকে আটক করেছে সেনাবাহিনী ও র‌্যাব। আটক শঙ্খদীশ বড়–য়া কুতুকছড়ি বাজার এলাকার মৃত কালী কুমার বড়–য়ার ছেলে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে রাঙ্গামাটির কুতুছড়িতে সেনাবাহিনী ও র‌্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় শঙ্খদীশ বড়–য়ার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলিসহ চাঁদার রশিদ উদ্ধার করা হয়।
র‌্যাব সেভেনের পক্ষে মেজর শামীম সরকার সাংবাদিকদের জানান, আটক শঙ্খদীশ বড়ুয়া পার্বত্য চট্টগ্রামে কাঠ ব্যবসার আড়ালে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও জেএসএসের চাঁদা সংগ্রহসহ অস্ত্রের যোগান দিতেন।
তিনি বলেন, আটককৃত শঙ্খদীশ বড়–য়াকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কাঠ ব্যবসার আড়ালে ইউপিডিএফ ও জেএসএসের রেশন, পোষাক, অস্ত্র গোলাবারুদসহ অর্থনৈতিক কর্মকান্ডের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। এছাড়া সে দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে চাঁদাবাজী করে আসছিলো। আটক শঙ্খদীশ বড়–য়ার নামে কোতায়ালী থানায় চাঁদাবাজির মামলাও আছে বলে জানান তিনি। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাব এর এই কর্মকর্তা।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930