
॥ নিজস্ব প্রতিবেদক ॥ করোনা সচেতনতায় রাঙ্গামাটি জেলা প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনী দিনে ও গভীর রাত পর্যন্ত রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। গতকাল রাতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশসহ ৩টি টিম বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রাখে।
এ সময় সরকারের ঘোষণা অমান্য করে দোকান খোলা ও রাস্তায় অযথা ঘোরাফেরার কারণে ৪টি দোকান ও ৩ পথচারীকে জরিমানা করেছে। এ সময় তিনি সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। মোবাইল টিম ৩টি রাঙ্গামাটি শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, ভেদভেদী ও আসামবস্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এদিকে আজ সকালে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর ৫ টি টিম রাঙ্গামাটি পুরো শহরে টহল দিয়ে মানুষদেরকে সচেতনতা মুলক কার্যক্রম চলায় এবং বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে গতকাল সকাল থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সব কয়টি মোবাইল টিম ভাগ ভাগ হয়ে প্রতিটি মহল্লায় গিয়ে জনগনকে সচেতন করে তুলছেন। এ সময় তারা নিজেদের কে ঘরে রেখে করোনা মোকাবেলা করতে সকলের প্রতি আহবান জানান তারা। এছাড়া সকলের নিজ নিজ বাড়ীতে থেকে ছেলে মেয়েদেরকে যাতে ঘরের বাইরে না যায় তার জন্য সচেতন হওয়ার আহবান জানান।