সিলেট বিদ্যুৎ সমিতি-১ এর ৩৬৫তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৬৫তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সিলেট গোটাটিকরস্থ সমিতি বোর্ডের সদর দপ্তরে বোর্ডের সভাপতি বিয়ানীবাজার এলাকা পরিচালক হানিফ আহমদের সভাপতিত্বে, সেক্রেটারী (সচিব) গোলাপগঞ্জ এলাকা পরিচালক সাংবাদিক আব্দুল আহাদের পরিচালনায় ও দক্ষিণ সুরমা এলাকা পরিচালক মাহবুব আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত বোর্ড সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার এলাকা পরিচালক শফিউর রহমান শফি, বালাগঞ্জ এলাকা পরিচালক মাহমুদ হোসেন মাসুম, কামরুল ইসলাম, আব্দুল মতিন, জকিগঞ্জ এলাকা পরিচালক আক্তার হোসেন রাজু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী জগলুল হায়দার প্রমুখ।

এ সময় গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম, ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের এজিএম ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বোর্ড সভায় বিভিন্ন উপজেলার শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম সহ গ্রাহকদের সর্বোচ্চ পর্যায়ের সেবা দানের বিষয়ে ব্যাপক আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া আগামী ঝড় ও দুর্যোগপূর্ণ সময়ের প্রতি গুরুত্ব দিয়ে পূর্ব প্রস্তুতি নেয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

উল্লেখ্য যে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেট-এর সমন্বয়ে চলতি বছরেই দক্ষিণ সুরমা, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031