খাগড়াছড়িতে চাল চুরির ঘটনায় দল থেকে চার নেতা বহিষ্কার

॥ মাটিরাঙ্গা সংবাদদাতা ॥ খাগড়াছড়িতে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ২৫৬ বস্তা চাল চুরির ঘটনায় যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
স্ব-স্ব সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার (১৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।
বহিষ্কৃতরা হচ্ছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মোমিন, তাইন্দং ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক মো. আব্দুল কাদের ও ইউপি মেম্বার শ্রমিক লীগের সাধারন সম্পাদক জামাল হোসেন ও দীঘিনালা উপজেলার দক্ষিণ মেরুং ছাত্রলীগ সভাপতি জহির হোসেন।
গত সোমবার ও মঙ্গলবার খাগড়াছড়ি মাটিরাঙ্গার তাইন্দং ও গোমতি ও দীঘিনালার মেরুং-এ উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫৬ বস্তা ১০ টাকা কেজি মূল্যের চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় যুবলীগ ও শ্রমিক লীগের পাঁচ নেতাকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করা হয়।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031