করোনা মুক্ত রাঙ্গামাটিতে প্রবেশ করছে বিদেশে থাকা ২’শ প্রবাসী, মানুষের মনে শংকা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ করোনা মুক্ত থাকা রাঙ্গামা টিতে এবার প্রবেশ করছে ২ শত বিদেশে থাকা প্রবাসী বাঙালী। করোনা ঝুঁকির মধ্যে এখনও পর্যন্ত রাঙ্গামাটি করোনা মুক্ত হওয়ায় বিদেশে থাকা প্রবাসী বাঙালীরা ফিরে আসা নিয়ে এলাকার মানুষের মনে শংকা দেখা দিয়েছে।
রাঙ্গামা টি জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ বিষয় টি নি শ্চিত করে জানান, বিশ্বের বি ভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো ও ভারতে চি কিৎসা নিতে যাওয়া এসব লোকদের ফিরিয়ে আনছে সরকার। আগামী ২২ এ প্রিল চট্টগ্রাম বিমানবন্দর হয়ে বিশেষ ব্যবস্থায় রাঙ্গামা টিতে প্রবেশ করবে বিদেশে থাকা প্রবাসী বাঙালীরা।
উত্তম কুমার দাশ আরো জানান, আগামী ২২ এ প্রিল চট্টগ্রাম বিমানবন্দর হয়ে বিশেষ ব্যবস্থায় রাঙ্গামা টিতে প্রবেশ করবে তারা। ঝু ঁকি এড়াতে ওই দিনই শহরের বাইরে সাপছড়ি ইউ নিয়নে অবস্থিত কৃ ষি গবেষনা ইন স্টি টিউটে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এর সা র্বিক তত্ত্ববধানে থা কবে জেলা প্রশাসন ও সেনাব হিনী। এছাড়াও পু লিশ প্রশাসনসহ অন্যান্য প্র তিষ্ঠানও সহযোগিতা করবে বলেও জানান তি নি।
এন ডি সি উত্তম কুমার দাশ জানান, এ নিয়ে আতংকিত হওয়ার কারণ নেই। এসব প্রবাসীদের স র্বোচ্চ সতর্কতামুলক ব্যবস্থা গ্রহন করেছে জেলঅ প্রশাসন। কোয়ারেন্টাইন শেষে যারা সুস্থ থাকবে, শুধুমাত্র তাদেরকেই নিজ নিজ বাড়িতে যাওয়ার অনু ম তি দেয়া হবে। এ নিয়ে আতংকিত হওয়ার কোন কারণ নেই।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
2425262728