কাপ্তাই থানা পুলিশের ব্যতিক্রমি উদ্যোগ: গানে গানে সচেতনতা

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি : ” ওরে বাংলার ভাই বোনেরা/ শুনেন দিয়া মন/ করোনা ভাইরাসের কথা/ আমরা করছি নিবেদন।।
গানে গানে সুরে সুরে জনগনকে  একগেঁয়েমি জীবনে আনন্দ দেবার লক্ষ্যে রাংগামাটি জেলার কাপ্তাই থানার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণরোধে ব্যতিক্রমি প্রচারনা প্রশংসা অর্জন করেছেন। রাংগামাটি জেলা পুলিশ সুপার আলমগীর কবীর এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) ছুফি উল্লাহ্, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার এবং কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে ইতিমধ্যে কাপ্তাই থানার পুলিশ সদস্যদের কন্ঠে বিশিষ্ট সংগীত পরিচালক ঝুলন দত্তের সংগীতায়াজনে গানটির  ভিডিও কাপ্তাইয়ের বিভিন্ন লোকেশানে চিত্রায়িত হয়েছে। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এবং বাউল শিল্পি রফিক আশেকীর গীত রচনায় গানটির অডিও রেকডিং করেছেন মা স্টুডিও এর শাহাদাত। নাট্য শিল্পি মিজানুর রহমান চৌধুরীর ভিডিও নির্দেশনায় গানটির চিত্র ধারন করেছেন সুজিত ধর হারু।
প্রায় ১০ মিনিটের এই জনসচেতনতা ভিডিও ইতিমধ্যে কাপ্তাই থানার পেইজ সহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। মূহুর্তের মধ্যে হাজার হাজার কমেন্ট ভরে গেছে এই সব পোস্টে। সকলে কাপ্তাই থানা পুলিশের এই ব্যতিক্রমি প্রচারনার প্রশংসা করেছেন। কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সিনিয়ার সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, অর্থ সম্পাদক নুর হোসেন মামুন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন, কাপ্তাই থানার সাবেক ওসি সুব্রত শেখর ভক্ত সহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিনন্দন জানিয়েছেন।
ইতিমধ্যে কাপ্তাই থানার উদ্যোগে পুলিশ সদস্যরা কাপ্তাই নতুনবাজার, কাপ্তাই প্রজেক্ট, শিলছড়ি, বড়ইছড়ি, কর্নফুলি কলেজ এলাকায় গানে গানে সকলকে করোনা ভাইরাস সংক্রমনরোধে সচেতন করেছেন।
কাপ্তাই থানার এই গানে গানে প্রচার কার্যক্রম কিছুটা হলেও জনগনকে একটু অনাবিল আনন্দ দিতে সক্ষম হচ্ছে বলে অনেকে অভিমত ব্যক্ত করেছেন।
Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30