সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতকে অবৈধভাবে বসবাসকারী ২৭১ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর বিসয়টি অবহিত করেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ।ভারতের এনডিটিভি’র অনলাইনের বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন।ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে এক প্রশ্নের জবাবে সরাজ বলেন, যে ২৭১ ভারতীয়ের নাম প্রত্যর্পণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রকে সেই তালিকা দেখাতে বলা হয়েছে। তিনি বলেন, ওই নাগরিকদের জাতীয়তা নিশ্চিত না হতে আমরা কীভাবে এই অভিযোগ বিশ্বাস করি? জাতীয়তা নিশ্চিত হওয়ার পরই কেবল তাদের প্রত্যর্পণ করতে বলা হয়েছে।’ তবে প্রত্যর্পণ তালিকা নিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টার সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জানায়, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়ের সংখ্যা বেড়েছে ১ লাখ ৩০ হাজার।ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে এক ভারতীয় খুন হওয়ার পর যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিরুদ্ধে আচরণ নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছেই।