ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় ২৫০ জনের বেশি আফ্রিকান শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। লিবিয়া উপকূল থেকে ৩০ কিমি দূরে এই দুর্ঘটনা ঘটে।২৩ মার্চ বৃহস্পতিবার একটি স্প্যানিশ দাতব্য প্রতিষ্ঠানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবর প্রকাশ করে।স্প্যানিশ দাতব্য সংস্থা প্রোঅ্যাকটিভা ওপেন আর্মস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছে। এখানে ডুবন্ত দুইটি নৌকার প্রতিটিতে প্রায় ১০০ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশী ছিলো বলে ধারণা করা হচ্ছে। প্রোঅ্যাকটিভার সদস্য লওরা লানুজা আরো জানান, ওই দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ২৪০ জন যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে। উদ্ধার হওয়া মরদেহগুলো তরুণ বয়সী বলেও জানান তিনি।ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইএমও) এর তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ৫৫৯ জনের সলিল সমাধি হয়েছে। ২০১৬ সালে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে পাঁচ হাজার শরণার্থীর প্রাণহানি হয়।২০১৬ সালে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে পাঁচ হাজার শরণার্থীর প্রাণহানি হয়।ছবি সংগৃহীতসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, আল জাজিরা।