বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৩৫৯জন : রাঙ্গামাটিতে আক্রান্ত ৪ করোনা রোগীর নমুনা পুনরায় সংগ্রহ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত ৪রোগীসহ তাদের পরিবার মিলে মোট ১৯জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭মে) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা. মোস্তফা কামাল।
তিনি বলেন, যে চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে যেহেতু তারা এখনো সুস্থ্য আছেন তাই উর্ধ্বতন মহলের নির্দেশক্রমে তাদের কাছ থেকে পুনরায় এবং পাশাপাশি তাদের সংস্পর্শে থাকা পরিবারদের থেকেও করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে আক্রান্ত হওয়া রোগীরা সুস্থ আছে। তবে তাদের বাড়িসহ তাদের আশ-পাশ ঘরগুলো লকডাউন করা হয়েছে। তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান ডা. মোস্তফা কামাল।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) সর্বশেষ তথ্য অনুযায়ী রাঙ্গামাটিতে সর্বমোট কোয়ারেন্টাইনে আছে ২০৪৫জন। এর মধ্যে-প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৬৩০ এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪১৫জন। ১৬৮৬জনের কোয়ারেন্টাইন মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৩৫৯জন।
সর্বশেষ নমুনা পাঠানো হয়েছে ৩৬২জনের। রিপোর্ট পাওয়া গেছে ২৩৫জনের। কোভিট-১৯ পজেটিভ পাওয়া গেছে ৪জনের এবং নেগেটিভ পাওয়া গেছে ১২৭জনের। তবে রাঙ্গামাটি শহরে আইসোলোশনে কোন রোগী না থাকলেও রাজস্থলী উপজেলায় আইসোলেশনে রয়েছেন ৩জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাঙ্গামাটিতে কেউ মারা যাননি বলে সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, পাহাড়ি জেলা রাঙ্গামাটি এতদিন ছিলো করোনামুক্ত। হঠাৎ করে বুধবার দুপুরে একজন নার্সসহ ৪জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বুধবার (৬মে) চট্টগ্রাম ভেটেরেনারী ও এ্যানিমেন্স সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরিক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছিলেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার কবির। আক্রান্তদের মধ্যে একজন নার্স (নারী), একজন শিশু, একজন যুবক এবং একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ রয়েছেন।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031