রাঙ্গামাটিতে মোট আক্রান্ত ৪৩ জন,সুস্থ ৪ জন :: রাঙ্গামাটি জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আর কোন করোনা রোগী সনাক্ত হয়নি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আর কোন করোনা রোগী সনাক্ত হয়নি। গত সোমবার মধ্যরাতে ১৭ জন আক্রান্তের সাথে সাথে রাঙ্গামাটি জেলায় ৪৩ জন করোনা রোগী সনাক্তের ঘটনা ঘটে। করোনা আক্রান্ত হওয়ার ৪৩ জনের মধ্যে প্রথম আক্রান্ত ৪ জনের মধ্যে তৃতীয় টেষ্টে নেগেটিভ আসায় তারা করো মুক্ত রয়েছে।
এ পর্যন্ত রাঙ্গামাটি জেলা থেকে মোট ৭৮৬ জনের রিপোর্ট চট্টগ্রামে পাঠানো হয়েছে। তার মধ্যে ৫৫১ টি রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের এসেছে। তার মধ্যে ৪৩ জনের রিপোর্ট নেগেটেভ এসেছে এবং ৪ জন পজেটিভ এসেছে। আইসোলেশনে রয়েছে ৩ জন।
ওাঙ্গামাটি জেলা হতে সর্বমোট ২৬১৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৯৩৩। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৬৮৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২০৭১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৫৪৮ জন।
এদিকে সর্বশেষ ১৯ মে মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম ভেটেনারি ও এ্যানিমেল সায়েন্স (সিভাসু) থেকে আসা রিপোর্টের মাধ্যমে এ ফলাফল পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল। গত ১৪ ও ১৫ মে তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল বলে জানান তিনি।
তিনি জানান, নতুনভাবে করোনা আক্রান্তদের মধ্যে ৩জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং অন্যান্যরা সকলেই সুস্থ রয়েছেন।
রাঙ্গামাটিতে নতুনভাবে করোনা আক্রান্তদের মধ্যে শহরের চক্রপাড়া-১জন, রাজবাড়ী-১জন, মানিকছড়ি-১জন, দেওয়ানপাড়া-১জন, উত্তর কালিন্দিপুর-৩জন, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল-২জন, রাঙ্গাপানি-১জন, মাঝিরবস্তি-১জন, ম্যাজিস্ট্রেট কলোনি-১জন, রায়বাহাদুর সড়ক-৩জন, কল্যাণপুর-১জন এবং তবলছড়ি ওমদামিয়া হিল-১জন।
উল্লেখ্য, এর আগে গত ৬ মে রাঙ্গামাটিতে সর্বপ্রথম ৪জন করোনায় আক্রান্ত হয়। এরপর গত ১২ মে ১জন, ১৩ মে ৯জন এবং ১৪ মে ১১জন এবং ১৬ মে আরো একজন নার্স করোনায় আক্রান্ত হন। সর্বশেষ ১৯ মে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে রাঙ্গামাটিতে নতুন করে আরো ১৭জনের করোনা শনাক্ত হওয়ার খবর আসে।
এ নিয়ে রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৩ জন।

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30