॥ দীঘিনালা প্রতিনিধি ॥ খাগড়াছড়ির দীঘিনালায় মোঃ ইমরান (২৭)এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক উপজেলার থানা পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তার শরীরের পেটে ধারালো অস্ত্রের তিনটি এবং মাথায় একটি কোপের চিহ্ন রয়েছে। ঘটনার পর নিহতের লাশ পুলিশ উদ্ধার করেছে।
জানা যায় শনিবার (২৩মে) সকালে উপজেলার দক্ষিণ মিলনপুর গ্রামের অমল কান্তি চাকমার সেগুন বাগানে এক যুবকের লাশ পড়ে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের মামা মোঃ লিটন জানান, শুক্রবার দুপুরে পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। সে সন্ধা ৭টার দিকে সেচ্ছায় হাসপাতাল থেকে চলে যায়। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদ্যপান নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।